বৃহস্পতিবার (১ লা ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণ ত্যাগ করার পর মেলার ফটক খুলে দেওয়া হয়।
দর্শনার্থীরা বিকেল তিনটা থেকেই টিএসসি, দোয়েল চত্বরের আশেপাশে অপেক্ষা করছিল।
মেলায় প্রবেশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শাহাদাৎ হোসেন শান্ত বাংলানিউজকে বলেন, বইমেলা আমাদের প্রাণের মেলা। এর সঙ্গে ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত। প্রথম দিনে মেলা দেখতে আসলাম। পরবর্তীতে বই কিনব।
তবে ভেতরে ঢুকেই দর্শনার্থীদের হতাশ হতে দেখা গেল। অধিকাংশ স্টল তাদের প্রস্তুতি শেষ করতে পারে নি। এ নিয়ে আক্ষেপ করে গাজীপুর থেকে আসা ইসমাঈল হোসেন বলেন, বই মেলাকে ঘিরে আগে থেকে প্রস্তুতি নেয়ার বিষয় রয়েছে। কর্তৃপক্ষ যদি এ বিষয়ে আরো সচেতন হত তাহলে মেলার শুরু থেকেই সব স্টল পরিপাটি থাকত। তাহলে আয়োজন আরো সুন্দর হত।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসকেবি/এসএইচ