ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

‘পুলিশ আইন’ সম্পর্কে ধারণা দিতেই গ্রন্থমেলায় তারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
‘পুলিশ আইন’ সম্পর্কে ধারণা দিতেই গ্রন্থমেলায় তারা বইমেলায় পুলিশের স্টলে দর্শনার্থীরা/ছবি: শাকিল

অমর একুশে গ্রন্থমেলা থেকে: পুলিশ আইন সম্পর্কে জনগণকে ধারণা দিতে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবারের মতো এবারো স্টল নিয়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) গ্রন্থমেলার তৃতীয় দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে পুলিশের স্টলে গিয়ে দেখা যায়, মেলায় আগত বইপ্রেমীরা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্তৃক লিখিত বই দেখছেন। আর স্টলে থাকা পুলিশ সদস্যরা ‘পুলিশ আইন’ সম্পর্কে তাদের ধারণা দিচ্ছেন।

জরুরি মুহূর্তে পুলিশের সহায়তা কিভাবে নিতে হবে সে সম্পর্কে দিক-নির্দেশনা দিচ্ছেন। এভাবে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা বদলে দিতে কাজ করছেন তারা।

স্টলের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, পুলিশ আইন নিয়ে প্রকাশিত বই ৫০ ভাগ কমিশনে বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘পুলিশ আইন সহায়িকা’ যেটিতে ৪০ ভাগ কমিশন দেয়া হচ্ছে।

এছাড়া পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ‘কমিউনিটি পুলিশ’, গুলশান জোনের উপ-পুলিশ কমিশিনার মোশতাক আহমেদের ‘নিরাপত্তা হ্যান্ডবুক’ ও ‘বাংলাদেশ পুলিশ লেখক অভিধান’ বইয়ের বিক্রি ভালোই জানালেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জোবায়ের চৌধুরী বাংলানিউজকে বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসা করার মতো। আমরা শুধু পুলিশের নেগেটিভ বিষয় দেখি। কিন্তু জনস্বার্থে পুলিশ অনেক কাজ করলেও তা আড়ালে থেকে যায়। বইমেলায় পুলিশের স্টল থাকাতে পুলিশি সেবা সম্পর্কে সবাই সহজে জানতে পারবে।

স্টলের সার্বিক দায়িত্বরত নায়েক কামরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা ব্যবসায়িক উদ্দেশে এখানে বসিনি। জনগণকে পুলিশের সহায়তা সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।