এবার একসঙ্গে একুশে বইমেলা ও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পাচ্ছে তার কবিতাগ্রন্থ। একুশে বইমেলায় ‘কবির ডায়রি’সহ দু’টি বই বের হচ্ছে।
তানিয়ার জন্ম ১৯৯০ সালের শেষের দিকে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৭ সালে কলকাতার উনিশ-কুড়ি ম্যাগাজিনে। তারপর আর পিছন ফিরে তাকাননি তানিয়া। ২০১১ সালে কবি সম্মেলনের পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর থেকে নিয়মিত দেশ, কালি ও কলম, উনিশ-কুড়ি, কবিপত্র, কৃত্তিবাস, কবিতা, পাক্ষিক, যুগান্তর, একদিন, ঐতিহাসিক কবি সম্মেলনসহ সংবাদ পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় লেখা প্রকাশ হচ্ছে।
তার অন্যতম কবিতাগ্রন্থ হলো- ‘কিছু একটার জন্য’, ‘পুরুষের বাড়ি মেসোপটেমিয়া’, ‘রাহু কেন্দ্রিক’, ‘ঋতুকাল’, ‘লম্পট’, ‘জুনি পোকার আলোয় বাধা ঘর’, ‘আমিষ বিবাহ’।
এছাড়াও গদ্যগ্রন্থেও তার সৃষ্টি নিপুণতা কম নয়। ‘কাঠপুতলির বৈতরণী ও অনন্যা’ তার অন্যতম সৃষ্টি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৩ ফেব্রুযারি, ২০১৮
ভিএস/এএ