বইটি সম্পর্কে লেখক জানান, চিরাচরিত প্রেম-ভালোবাসা উপজীব্য করে লেখা হয়েছে উপন্যাসটি। বুকের ভেতর যত্ন করে পুষে রাখা বিভিন্ন কষ্ট নিয়ে সমাজে টিকে থাকার মানসিক শক্তি ফুটে উঠেছে কাহিনীপটে।
বইটি প্রকাশ করেছে 'দাঁড়িকমা প্রকাশনী'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
এর আগে ইমতিয়াজ আহমেদের গল্পগ্রন্থ ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ প্রকাশিত হয় ২০১৭ সালের গ্রন্থমেলায়। দাঁড়িকমা প্রকাশনীর এ বইটিও নতুন উপন্যাসটির সঙ্গে পাওয়া যাবে গ্রন্থমেলার ৬৬৬ নম্বর স্টলে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এইচএমএস/এএ