ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

ষষ্ঠ দিনে গ্রন্থমেলায় কবিতার বই বেশি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ষষ্ঠ দিনে গ্রন্থমেলায় কবিতার বই বেশি স্টলে দাঁড়িয়ে বই পছন্দ করছেন পাঠক/ছবি: শাকিল

অমর একুশে গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার ৬ষ্ঠ দিন মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নতুন বই প্রকাশিত হয়েছে ১৩৮টি। এর মধ্যে কবিতার বই ৪৩টি।

এছাড়া উপন্যাস ২৯টি, গল্প ২০টি, প্রবন্ধ ৬টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৫টি, জীবনী ৪টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, স্বাস্থ্য ১টি, অভিধান ১টি, মুক্তিযুদ্ধ ৩টি, বিজ্ঞান ২টি, নাটক ১টি, সায়েন্স ফিকশন ৩টি ও অন্যান্য ১২টি বই।

এর মধ্যে আনিসুল হকের ‘ছোট ছোট কিশোর গল্প’ অনন্যা প্রকাশন; শামসুজ্জামান শামসের ‘ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস’, ‘ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস’ শোভা প্রকাশনী; মাহবুবুল হাসানের অভিধান চট্টগ্রামী বাংলা-ইংরেজি অ্যাডর্ন পাবলিকেশন; আ ন ম আব্দুস সোবহানের মুক্তিযুদ্ধ: ফরিদপুর (বৃহত্তর ফরিদপুর) অফিসার ব্রাদার্স প্রকাশনী; ইমদাদুল হক মিলনের ‘বুমার বাড়িতে ভূতের উপদ্রব’ পাঞ্জেরি পাবলিকেশন উল্লেখযোগ্য।



বুধবার (৭ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি আবদুল গফ্‌ফার দত্ত চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশ নেবেন আলী মোস্তাফা চৌধুরী, জফির সেতু ও মোস্তাক আহমাদ দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভীষ্মদেব চৌধুরী। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।