উপন্যাস ক্যাম্পাস ১৯৯৫ ও সেরা সাত কিশোর উপন্যাস নিয়ে এসেছে অনন্যা প্রকাশনী। দাম ৩০০ ও ৬০০ টাকা।
মেলায় আরও পাওয়া যাচ্ছে আলোঘর প্রকাশনী থেকে প্রকাশিত মামুনের কিশোর অ্যাডভেঞ্চার বুলেট বাহিনী।
এখন পর্যন্ত ৮০টির মতো বই প্রকাশ হলেও সবচেয়ে বেশি পাঠক প্রিয়তা পায় তার ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন, ভাইস প্রিন্সিপাল স্যার, দ্বিতীয় প্রিয় মানুষ, রিমি আজ চলে যাবে, বাবা বিরোধী কমিটি ও গাধা জহির মাস্তান রাজিব। এসব উপন্যাসের পাশাপাশি রয়েছে গোয়েন্দা সিরিজ তনু কাকা।
পেশায় ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এর আগের পড়াশোনা সিলেট ক্যাডেট কলেজে। জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার কুলাউড়ায়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এএ