ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বইমেলা তার প্রমাণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বইমেলা তার প্রমাণ বইমেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বইমেলায় এলে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ পাওয়া যায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বইমেলায় অসংখ্য মানুষ আসছে। আমরা মনে করি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বইমেলায় আসলে তার প্রমাণ পাওয়া যায়। বইকে যে বাঙালিরা ভালোবাসে বইমেলায় মানুষের উপস্থিতি তাই প্রমাণ করে।

পহেলা ফাল্গুনে বিপুল সংখ্যক দর্শনার্থী-বইপ্রেমীর উপস্থিতি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের বইমেলায় আনন্দের জোয়ার দেখছি। যতদিন বাঙালিয়ানা থাকবে, ততদিন বইমেলা উৎসব চলবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্য আবু বকর ১১ বছরের প্রচেষ্টায় বঙ্গবন্ধুর ওপর রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছেন।

বইমেলায় অন্যপ্রকাশের স্টলে ঢুকে হুমায়ূন আহমেদের বিভিন্ন বই দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।