‘খুচরো পয়সার গরিমা’ প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
এটি পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বেহুলাবাংলার ১৭৩-১৭৪ নম্বর স্টল এবং বাংলা একাডেমি চত্বরের লিটল ম্যাগ কর্নারের ‘মানুষ’ স্টলে। মেলায় লেখকের প্রথম কাব্য ‘ধ্যানমগ্ন ওম’ও পাওয়া যাচ্ছে।
লেখকের ভাষ্যে, ‘খুচরো পয়সার গরিমা’র কবিতায় বিম্বিত হয়েছে প্রেম-নিসর্গের সুন্দর চমৎকারিত্ব, জীবন অভিজ্ঞতার এক স্বাতন্ত্র্য উপলদ্ধি। নানা আঙ্গিকে ফুটে উঠেছে অবলোকিত মানুষের সংযত-অসংযত আবেগ-চিন্তা অনুভবের পুঙ্খানুপঙ্খ চিত্রকল্প উপমা রূপক প্রতীক। এছাড়া শব্দের তীব্র ডানায় কখনো বেজেছে ছন্দ ও সিম্ফনির গূঢ় মিথষ্ক্রিয়া। সম্ভব-অসম্ভব, বেদনা উল্লাস-উৎকণ্ঠা, দারিদ্র্য-বৈভব হিংস্রতা-ভালোবাসা বহুমাত্রিক দৃষ্টিকোণে উন্মোচিত হয়েছে ‘খুচরো পয়সার গরিমা’য়।
রেজাউল কারীম দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত ছিলেন। তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এইচএ/