বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মেলার পনেরতম দিনেও এর ব্যতিক্রম ছিলো না। বিকেল ৩ টায় দ্বার উন্মুক্ত করার পরপরই মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় পরিলক্ষিত হয়েছে।
ছায়াবীথি প্রকাশনীর বিক্রয়কর্মী তাসনিম নুপুর বাংলানিউজকে বলেন, অন্যান্য দিন স্টল খোলার পর আমরা প্রথমে বই সাজিয়ে অলস সময় পার করি। কিন্তু আজকে শুরু থেকেই পাঠকরা আসছেন। বইও কিনছেন। ইতোমধ্যেই মাসব্যাপী মেলার অর্ধেক সময় পার হয়ে গেছে। বেশিরভাগ বই স্টলে চলে এসেছে।
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন নুরুজ্জাহান শশী। তবে পরীক্ষা শুক্রবার হলেও একদিন আগেই ঢাকায় চলে এসেছেন মেলায় যাবেন বলে। তার ভাষ্যে, ভাষার মাসে ঢাকায় আসবো আর বইমেলায় যাবো না তা কি হয়?
কথা হয় আরেক বইপ্রেমী আসাদুজ্জামানের সঙ্গে। তিনি পল্টনে অফিস শেষে ধানমন্ডি বাসায় যাওয়ার পথে রুটিন করে গ্রন্থমেলায় আসেন। বাংলানিউজকে বলেন, বই মনের ক্ষুধা মেটায়। তাই বাসায় যাওয়ার পথে হৃদয়ের খোরাক নিয়ে যাই।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসকেবি/ওএইচ/