বইগুলো হচ্ছে- হে আমার দেশ, প্রেমের কবিতা, বৈশাখের কবিতা, ঈদের কবিতা, জীবন যখন যেমন, যে কবিতা সুর পেলো, এক আকাশে সাত তারা, যা ভেবেছি যা বলেছি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আসেন তিনি।
এরশাদ আসার সঙ্গে সঙ্গে মেলায় আগত পাঠক-দর্শনার্থীরা তাকে ঘিরে ধরেন। অনেকে তার প্রকাশিত বই থেকে পছন্দ করে কিনেছেন। ‘লেখক’ এরশাদ বইয়ে অটোগ্রাফও দিয়েছেন। অনেক পাঠক বই কিনে সাবেক এ রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলেন।
নান্দনিক সজ্জায় বইমেলার স্টল-প্যাভিলিয়ন
এরশাদ সাংবাদিকদের বলেন, আমি বাংলার ছাত্র ছিলাম। রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন, সুকান্তসহ বিভিন্ন জনের লেখা পড়েছি। সেখান থেকে অনুপ্রেরণা পাই। দেশের মানুষও লেখার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমি যা ভেবেছি তা লিখেছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আজ সুখে নেই, দেশ সুখে নেই। তবে আমি আশাবাদী শিগগিরই শান্তি ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসকেবি/এএ