ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

সিসিমপুরে ইয়া বড় ভিড়!

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সিসিমপুরে ইয়া বড় ভিড়! বইমেলার শিশু চত্বর

অমর একুশে গ্রন্থমেলা থেকে: হালুম-ইকরি-টুকটুকি আর শিকুর আসার কথা সকাল সাড়ে ১১টায়। কিন্তু ১২টাতেও তাদের খোঁজ নেই। এই নিয়ে বড্ড মন খারাপ ৩ বছর বয়সী সাবিহার।

বাবার সাথে সে এসেছে বইমেলায়। দুটো ভূতের গল্পের বইও কেনা হয়ে গেছে এরইমধ্যে।

এখন শুধু সিসিমপুরের বন্ধুদের সাথে দেখা করার পালা।

একটু ঘুরে ফিরে সাবিহা এবার বাবার হাত ধরে চলে এলো সিসিমপুরে। কিন্তু এ কি! ‘সিসিমপুরে যে ইয়া বড় ভিড়!’

সত্যিই তাই। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলার শিশুপ্রহর। এদিন অন্যান্য দিনের থেকে বইমেলায় শিশুদের উপস্থিতি একটু বেশিই ছিলো। বিশেষ করে সিসিমপুর মঞ্চে প্রিয় চরিত্রগুলোকে দেখতে আগ্রহের সীমা ছিলো না শিশুদের।

সাবিহার ভাষায়, হালুমরা তো আমার বন্ধু। একটু পরেই দেখা হবে আমাদের। কিন্তু ওখানে যাবো কী করে! সিসিমপুরে যে ইয়া বড় ভিড়!

এ সময় বাবার কাঁধে চড়েও বইমেলা ঘুরতে দেখা গেছে অনেক শিশুকে। অনেকে আম্মুর হাত ধরে, কোলে চড়ে ঘুড়ে বেড়িয়েছে পুরো বইমেলা চত্বর। কিনেছে নিজেদের পছন্দমতো বই।

এক অভিভাবক আলম হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, সপ্তাহের একটা দিন ছুটি থাকে। এ সময়টুকু তাই পরিবারের জন্যই রাখা হয় অধিকাংশ সময়। আর বইমেলায় এত বইয় দেখে শিশুদের বই পড়ার একটা আলাদা আগ্রহ জন্মে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।