ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় ছোটন সাহার ‘মেঘের আঁধারে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বইমেলায় ছোটন সাহার ‘মেঘের আঁধারে’ ‘মেঘরে আঁধারে’ উপন্যাসের প্রচ্ছদ ও তরুণ লেখক ছোটন সাহা।

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হতে যাচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক ছোটন সাহার দ্বিতীয় উপন্যাস ‘মেঘের আঁধারে’।

বইটি প্রকাশিত হবে রোববার (১৮ ফেব্রুয়ারি) শাহজী প্রকাশনী থেকে। পাওয়া যাবে গ্রন্থমেলার ৩৫ নাম্বার স্টলে।

প্রকাশক শরীফুল হক শাহজী জানান, এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। এরআগে, ২০১৬ সালের বইমেলায় একই প্রকাশনী থেকে তার প্রথম উপন্যাস ‘আড়ালে স্বপ্ন’ বের হয়েছিলো। এছাড়াও, তিনি চারটি মঞ্চ নাটক ও একটি টিভি নাটক রচনা করেছেন।  

প্রকাশক আরও জানান, ব্যাতিক্রমী গল্প নিয়ে বইটি রচনা করেছেন লেখক। আশা করছি বইপ্রেমী পাঠকদের কাছে উপন্যাসটি অনেক বেশি জনপ্রিয়তা পাবে।
 
এ বিষয়ে লেখক জানান, আমাদের সমাজের বাস্তব জীবনের কিছু করুণ ঘটনা থাকছে বইতে। এছাড়াও রোমান্টিক প্রেম ও বিরহগাথা কিছু বিষয় রয়েছে এতে।

ছোটন সাহা সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জনপ্রিয় অনলাইন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র ভোলা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। একইসঙ্গে তিনি ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের সদস্য এবং ভোলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতির সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সময় নাটকের নিদের্শনা করছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এনটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।