ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলায় হাবিবুল্লাহ ফাহাদের তিনটি বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
গ্রন্থমেলায় হাবিবুল্লাহ ফাহাদের তিনটি বই

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদের তিনটি বই প্রকাশিত হয়েছে। গল্পের বই ‘দরজার ওপাশে ভোর’ প্রকাশ করেছে সময় প্রকাশন। প্যাভিলিয়ন নম্বর ১০।

গল্পগুলো যাপিত জীবনের নানা বৈচিত্র্যময় ঘটনাকে কেন্দ্র করে লেখা। ১৪টি গল্পের শিরোনাম দিয়ে বইটির সূচিপত্র সাজানো হয়েছে।

বাংলা একাডেমির মাসিক প্রকাশনা ‘উত্তরাধিকার’, জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘শব্দঘর’, ‘গল্পকার’, সাম্প্রতিক দেশকালসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া গল্পের বাইরেও নতুন চারটি গল্প আছে বইটিতে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।  

কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের প্রথম উপন্যাস ‘বসন্ত রোদন’ও প্রকাশ হয়েছে। এনেছে পার্ল পাবলিকেশন্স। মেলায় প্যাভিলিয়ন নম্বর-৬। এ বইটিরও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

উপন্যাসটির মূল চরিত্র জিতু মিয়া। তার সঙ্গে দেখা হয় হুমায়ূন আহমেদের হিমুর। কথা হয়। এছাড়া বর্তমান রাজনীতিসহ সমাজের উল্লেখ্যযোগ্য ঘটনা উঠে এসেছে উপন্যাসের পাতায় পাতায়। উপন্যাসটি পাঠককে হাত ধরে নিয়ে যাবে নগরের চেনা জায়গায়। চেনা মানুষগুলোর কাছে। পাঠের পর মনে হবে, গল্পের জিতু মিয়া তারই পরিচিত একজন।

পার্ল পাবলিকেশন্সের কর্ণধার হাসান জায়েদী বলেন, ‘বসন্ত রোদন’ হাবিবুল্লাহ ফাহাদের প্রথম উপন্যাস। পাঠকদের মধ্যে বইটির চাহিদা আছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘আমাদের বঙ্গবন্ধু’ বইটিও এসেছে মেলায়। বইটির ভূমিকা লিখেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। লিখেছেন, “...একজন পাঠকের মনে ‘আমাদের বঙ্গবন্ধু’-বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। ” প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। মেলায় স্টল নম্বর-১৭৬ থেকে ১৭৯। মূল্য-২২৫ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল।  

ঘরে বসে হাবিবুল্লাহ ফাহাদের বইগুলো চাইলে রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।