ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘দ্য চেঞ্জ মেকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
বইমেলায় ‘দ্য চেঞ্জ মেকার’ ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইয়ের মোড়ক।

ঢাকা: রিসেপ তায়িপ এরদোয়ান বর্তমান বিশ্বের আলোচিত এক নাম। যিনি তুরস্কের প্রেসিডেন্ট ও সমসাময়িক বিশ্বে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

এরদোয়ানের জীবনী নিয়ে বাংলা ভাষায় প্রথমবারের মতো বই প্রকাশিত  হয়েছে। ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ বইটির লেখক হাফিজুর রহমান।

তুরস্কের গাজি ইউনির্ভাসিটিতে পিএইচডিতে করছেন তিনি। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স।
 
বইটিতে তুরস্কের সফল প্রেসিডেন্টের ছেলেবেলা থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত নানা জীবন সংগ্রামের কাহিনী উঠে এসেছে। একই সঙ্গে যে তুরস্ককে ইউরোপের রুগ্ন দেশ হিসেবে পরিচয় দেওয়া হতো সেই তুরস্ককে কিভাবে উন্নত ও আধুনিক তুরস্কে রূপান্তরিত করা হয়েছে সেই বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।  
 
বইটি একুশে বইমেলার সূচিপত্রের (৩৫০ নম্বর) স্টলে পাওয়া যাবে। অনলাইন পরিবেশক কোম্পানি রকমারি ডটকম থেকেও কিনতে পারবেন গ্রাহকরা।  
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,২০১৮
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।