উপন্যাসটি পাওয়া যাচ্ছে ‘পুথিনিলয়’ স্টলে (স্টল নাম্বার ২০০, ২০১, ২০২)। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।
‘অমৃতায়ন’ উপন্যাসের নায়ক অনিকেত। ষাটের দশকের প্রেক্ষাপটে লেখা এ উপন্যাসটি। এদিকে দেশভাগের বিশৃঙ্খল পরিস্থিতি যেমন এতে উঠে এসেছে, তেমনি উঠে এসেছে একটি পরিবারের টিকে থাকার আকুতি। দেশভাগ ও দাঙ্গার অস্থির সময়ের স্মৃতি নিয়ে বেড়ে উঠা মেধাবী তরুণ অনিকেত। আর মেধার কল্যাণে অনিকেতের সঙ্গে আলাপ হয় শহুরে তরুণী অরুণিমার।
উপন্যাসে সম্পর্কে লেখক বিনয় দত্ত বলেন, অমৃতায়ন উপন্যাসটিতে পাঠক যেমন গ্রামীণ জীবনের স্বাদ পাবেন, তেমনি এর সরল গদ্যভঙ্গিমা পাঠককে টেনে নিয়ে যাবে উপন্যাসের শেষ পর্যন্ত।
বিনয় দত্তের লেখালেখির শুরু ছোটবেলায়। একাধারে সংস্কৃতিকর্মী ও সংগঠক তিনি। গবেষক ও সহকারী প্রযোজক হিসেবে কর্মরত রয়েছেন যমুনা টেলিভিশনে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমসি/এনএইচটি