ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

একুশে বইমেলা উদ্বোধনে কবি শঙ্খ ঘোষ ও আল-আরিশি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
একুশে বইমেলা উদ্বোধনে কবি শঙ্খ ঘোষ ও আল-আরিশি শঙ্খ ঘোষ ও মোহসেন আল-আরিশি

ঢাকা: অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় কবি শঙ্খ ঘোষ এবং মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি।

রোববার (২০ জানুয়ারি) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।

একাডেমি সূত্রে জানানো হয়, একুশে বইমেলা উদ্বোধনের সময় প্রতি বছরই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় এবার উপস্থিত থাকবেন ভারতীয় কবি শঙ্খ ঘোষ এবং মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশী।

বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, ঊর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যদিকে মোহসেন আল-আরিশী মিশরের বিখ্যাত সাংবাদিক ও কথাসাহিত্যিক।

ফেব্রুয়ারির প্রথম দিনে রাজধানী ঢাকায় শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।