ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বইমেলা

গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহর শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহর শনিবার

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে শনিবার (০২ ফেব্রয়ারি)। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অভিভাবকদের সঙ্গে শিশুরা বই কিনতে পারবে।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু-কিশোরদের মধ্যে যারা লেখালেখি করে সেই ক্ষুদে লেখকদের উৎসাহিত করার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। শিশু চত্বর বিশেষভাবে সাজানো হবে।

পুরো প্রাঙ্গণ নতুনরূপে সেজে উঠবে। শিশুচত্বরে তারুণ্যের বই নামে একটি বিষয় যুক্ত হবে। শিশুপ্রহরের দিনগুলোতে ‘তারুণ্যের বই’ ব্যানারে শিশু-কিশোরদের বই পাঠে উৎসাহিত করা হবে।

এছাড়া বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বিজয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক-সাংবাদিক হারুন হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী এবং গবেষক মোফাকখারুল ইকবাল।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অমর একুশে গ্রন্থমেলা দ্বিতীয় দিন চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।