ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইমদাদুল হক মিলনের ‘একাত্তর ও একজন মা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
বইমেলায় ইমদাদুল হক মিলনের ‘একাত্তর ও একজন মা’ ‘একাত্তর ও একজন মা’ বইটির প্রচ্ছদ এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

ঢাকা: বইমেলায় এসেছে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘একাত্তর ও একজন মা’। মুক্তিযুদ্ধে একজন বাঙালি বিধবা মায়ের জীবনযুদ্ধের অনুপুঙ্খ কাহিনি নিয়ে তিনি এ বই লিখেছনে।

‘একাত্তর ও একজন মা’ বইটিতে উঠে এসেছে একাত্তরের পটভূমি। এ সময়ে ১০ ছেলে-মেয়ে নিয়ে বিধবা হন এক মা।

তার বড় ছেলে উচ্চ মাধ্যমিকে পড়ছে। সঙ্গে একটি চাকরিও করছে ঢাকা থেকে টঙ্গি গিয়ে গিয়ে। বড় মেয়ে এবং মেজো ছেলে- দু’জনেই এসএসসি পরীক্ষার্থী। অন্য ছেলেমেয়েরা স্কুলে পড়ে। তাছাড়া ছোট মেয়েটি তখনও মায়ের কোলে। পাকিস্তানি মিলিটারিরা ঠিক গুলি করে হত্যা করলো না তার স্বামীকে, হত্যা করলো অন্যভাবে।

ঘরে ১০টি টাকা নেই, খাবার নেই। দেশে চলছে মুক্তিযুদ্ধ। ১০ ছেলেমেয়ে নিয়ে অসহায় মা শুরু করেন বেঁচে থাকার যুদ্ধ।

উপন্যাসটিতে একাত্তরের এমনই অনুপুঙ্খ কাহিনি তুলে ধরেছেন ইমদাদুল হক মিলন।

তার প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ (১৯৭৬)। যা বাংলা সাহিত্যে পাঠক সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। তার তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে গণ্য।

দেশ-বিদেশে বহু পুরস্কারে ভূষিত ইমদাদুল হক মিলনের এবারের ‘একাত্তর ও একজন মা’ উপন্যাসটিও পাঠক টানবে বলে প্রত্যাশা।

বাজারে বইটি এনেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। এর দাম ৪৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।