সোমবার (১৮ ফেব্রুয়ারি) উন্মোচিত এ গ্রন্থটি পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৮ নং প্যাভিলিয়ন ‘প্রথমা প্রকাশনী’তে।
গ্রন্থটিতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনা সবিস্তারে তুলে ধরা হয়েছে।
গ্রন্থটি সম্পর্কে গবেষক ও প্রাবন্ধিক আনিসুজ্জামান বলেন, এ উপন্যাসের কেন্দ্রে রয়েছে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার নৃশংস ঘটনা। অনেক চরিত্র ও অসংখ্য ঘটনার মধ্য দিয়ে অগ্রসর হয়ে উপন্যাসটি জীবন ও মৃত্যু সম্পর্কে পাঠককে দাঁড় করায়্। ভাষা ও ভঙ্গি বিষয়ের মতোই অভিনব।
বইটি সম্পর্কে লেখক মাসরুর আরেফিন বলেন, নৃশংসভাবে একটা পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়। যিনি বাংলাদেশ জন্মের প্রধান পুরুষ। তার যে নৃশংস মৃত্যু হয় পাকিস্তানপন্থী ও বামপন্থী ষড়যন্ত্রকারীদের হাতে। এ চক্রান্তের গল্প জানার জন্য যেমন মানুষ পড়বে বইটা এবং সারা পৃথিবীব্যাপী যে চক্রান্ত চলছে সেটা জানার জন্যও পড়বে।
মাসরুর আরেফিন ১৯৬৯ সালে ৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। বরিশাল ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আলীগড় বিশ্ববিদ্যালয়, মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসএইচ