মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মেলার ১৯তম দিন। প্রতিদিনের মতো বিকেল ৩টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত হয় সবার জন্য।
এতোদিন অনেকে বই খোঁজ করেছেন, মলাট উল্টিয়ে দেখেছেন, পছন্দ হলে নিয়েছেন। কিন্তু অধিকাংশই ঘুরেছেন বেশি। পছন্দের লেখকের বইয়ের জন্য অপক্ষো করেছেন। যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ ফেরদাউস শুভ।
তিনি বলেন, ক্যাম্পাস থেকে মেলার দূরত্ব কম। ক্লাস শেসে আড্ডা দিতে বন্ধুদের সঙ্গে মেলায় আসা হয়েছে অনেকবার। কিন্তু বই কেনা হয়নি। আজ মূলধারা ৭১ বইটি নিলাম।
ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী জনি বাংলানিউজকে বলেন, এতোদিন অনেকে বই শুধু দেখতেন। এখন দর্শনার্থীর চেয়ে ক্রেতাদের উপস্থিতি বেশি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসকেবি/এএ