বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওবায়দুল হক কলেজ মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. মোকতার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ২৭টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। ২৭ ফেব্রুয়ারি (বুধবার) মেলার সমাপ্তি ঘটবে।
এদিকে মেলার প্রথমদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে। দূর-দূরান্ত থেকে আসা বইপ্রেমী মানুষ মেলায় ভিড় জমাচ্ছেন মেলায়। দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে মেলায় প্রাঙ্গণ।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি