সময় প্রকাশনীর বিক্রয়কর্মী রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিবারই ভালোমানের বইগুলো বেশি সংস্করণ হয়। এবার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘এক ডজন একজন’, আনিসুল হকের ‘দুষ্টু মেয়ের দল’ দ্বিতীয় সংস্করণ হয়েছে।
অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সৈয়দ মনজুরুল ইসলাম ও হরিশংকর জলদাসের দুটি বইয়েরও দ্বিতীয় সংস্করণ চলছে বইমেলায়। প্রকাশনাটির বিক্রয়কর্মী আলাউদ্দীন টিপু বাংলানিউজকে বলেন, এই দুজন লেখকের বই এবারের মেলায় বেশি বিক্রি হয়েছে। এ কারণে তাদের বই পরবর্তী সংস্করণেও গেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার ২৫তম দিন। এদিন বিকেল তিনটার পর সবার জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। মিনিট বিশেক পরই বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বেইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসকেবি/এমজেএফ