নদী, মা, বৃক্ষ, পাখি, কল্লোলিত জীবন, মৃত্তিকা ছাড়াও সমসাময়িক বিষয় ফুটে উঠেছে কবির এই গ্রন্থে। প্রায় অর্ধশত কবিতা স্থান পেয়েছে কবিতার এ বইটিততে।
কবিতার বই ‘মৃন্ময়ী’ প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। একুশে বইমেলার ৫২১-৫২৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কবি মো. মিজাহারুল ইসলামের জন্ম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে। মরহুম সোনা মিয়া ও সাজেদা আক্তারের কনিষ্ঠতম সন্তান মিজাহারুল ২০০১ সালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৩ সালে কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও ২০০৮ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
২০১২ সালে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সাব-রেজিস্ট্রার পদে কমর্রত। তার স্ত্রী উম্মে সালিক রুমাইয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় কর্মরত আছেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
টিএম/এমএ