ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলার সময় বাড়লো দুই দিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
বইমেলার সময় বাড়লো দুই দিন

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ আরও দু’দিনের জন্য বাড়ানো হয়েছে। সে হিসেবে ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বইমেলা শেষ হওয়ার কথা থাকলেও চলবে ২ মার্চ পর্যন্ত।

বইমেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানের মঞ্চে এসে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ ঘোষণা দেন। মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদও বাংলানিউজকে বিষয়টি জানান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে গ্রন্থমেলার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। ফলে এবারের বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

এ দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় স্বভাবতই এর মধ্যে শিশুপ্রহর চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃষ্টিসহ বৈরী আবহাওয়া এবারের বইমেলায় প্রকাশক-লেখকদে ভুগিয়েছে বেশি। এর প্রেক্ষিতে লেখক-প্রকাশকরা বইমেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। শেষতক সরকার এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
আরএম/এইচএমএস/এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।