মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী স্বাধীনতা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বইমেলার ধারাবাহিতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে ইউএনও বলেন, বই এমনই একটি উপকরণ যেটি চোখের সামনে দেখলে কিনতে ইচ্ছে করে।
স্বাধীনতা বইমেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। বুধবার (২৭ মার্চ) মেলা শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী, সরকারি কলেজের ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ রনেন্দ্র চন্দ্র সরকার, সাবিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যাপক বদিউজ্জামান বকুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জিপি