ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় এসেছে কবি উপল বড়ুয়ার প্রথম গল্পের বই 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
মেলায় এসেছে কবি উপল বড়ুয়ার প্রথম গল্পের বই 

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে কবি উপল বড়ুয়ার প্রথম ছোটগল্পের বই ‘ডিনারের জন্য কয়েকটি কাটা আঙুল’। 

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘উড়কি’। প্রচ্ছদ করেছেন মোশারফ খোকন।

বইয়ের মূল্য- ১৪০ টাকা। বইমেলায় উড়কির ২২১ নম্বর স্টলে এ বইটি পাওয়া যাচ্ছে।  

প্রথম গল্পগ্রন্থ ডিনারের জন্য কয়েকটি কাটা আঙুল প্রকাশের অনুভূতি জানতে চাইলে উপল বড়ুয়া জানান, গল্পের ভেতরে যে গল্পহীনতার ব্যাপার থাকে আমি তাই লিখতে চেয়েছি। অর্থাৎ যা কিছুকে গল্প হিসেবে আমরা দেখি, তার বাইরে থেকে দেখার প্রচেষ্টা চালিয়েছি বইয়ের ৭টি গল্পে।  

‘নিজের লেখালেখি নিয়ে আমি সব সময়ই সন্দিহান। এটা বিনয় বা অভিনয় নয়। তবুও চেয়েছি কিছু লিখতে। কেননা আমি সবসময় লিখতেই চেয়েছি। এবং এখনও জানি না কীভাবে লিখতে হয়। কীভাবে একটা গল্প, গল্পের মতো হয়ে ওঠে, পাঠকের মন ও শরীরকে নাড়া দেয় জানিনা। অবশ্য পাঠক পড়লো কি পড়লো না সে চিন্তাও আমার নেই। তবুও আশা, অন্তত কিছু পাঠক বইটি পড়ুক। ’

‘কানা রাজার সুড়ঙ্গ’ (২০১৫), ‘উইডের তালে তালে কয়েকজন সন্ধ্যা’ (২০১৮),  ‘তুমুল সাইকেডেলিক দুপুরে’ (২০১৯) নামে এ পর্যন্ত উপল বড়ুয়ার ৩টি কবিতার বই প্রকাশ পেয়েছে।

১৯৮৮ সালের ১৯ ডিসেম্বর কক্সবাজারের রামুতে জন্মগ্রহণ করেন উপল বড়ুয়া।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।