ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

প্রথম ১০ দিনে ১৩০০ বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রথম ১০ দিনে ১৩০০ বই

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার দশম দিন অতিবাহিত হচ্ছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। এ দশ দিনে মেলার তথ্যকেন্দ্রে জমা পড়েছে এক হাজার ২৮৮টি নতুন বই।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তালিকা অনুযায়ী, এক হাজার ২৮৮টি বইয়ের মধ্যে সর্বোচ্চ বই এসেছে কবিতার।

যার সংখ্যা ৩৬৯টি। এরপর রয়েছে উপন্যাস। যার সংখ্যা ২২৭টি।

এরপর যথাক্রমে রয়েছে গল্পগ্রন্থ ১৭২টি, প্রবন্ধের বই ৭৯টি, শিশুতোষ ৫৩টি, মুক্তিযুদ্ধ ৪৮টি, জীবনী ৪৩টি, বঙ্গবন্ধুর ওপরে ৪১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনি বা গোয়েন্দা বিষয়ক ২৭টি, ২৫টি করে গবেষণা ও ইতিহাসের বই, ২৩টি করে বিজ্ঞান ও ভ্রমণের বই, ১৯টি ছড়ার বই ও ১৫টি অনুবাদের বই এসেছে।

এছাড়াও আটটি রম্য/ধাঁধার বই, পাঁচটি নাটক ও চিকিৎসা/স্বাস্থ্যের বই, তিনটি করে রাজনীতি, রচনাবলী ও ধর্মীয় বিষয়ক বই ও দু’টি বই এসেছে অভিধানের। এর বাইরেও বিভিন্ন বিষয়ের ওপরে আরও ৭০টি নতুন বই এসেছে।

দশদিনের মধ্যে সর্বোচ্চ ৩০৮টি বই এসেছিল গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।