ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় রোমানা রুমুর ২ বই 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
বইমেলায় রোমানা রুমুর ২ বই 

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে রোমানা রুমুর একটি কবিতা ও একটি ছোটগল্পের বই। 

‘প্রেম ও অপ্রেমের পাণ্ডুলিপি’ নামে ছোটগল্পের বইটি প্রকাশ করেছে- গতিধারা। মেলায় গতিধারার ৫১৩-৫১৪-৫১৫ নম্বর স্টলে মিলবে এ বই।

এছাড়া ‘প্রেমের রোদে স্নান’ নামে কবিতার বইটি প্রকাশ করেছে- কলি প্রকাশনী। মেলায় এ বইটি কলি প্রকাশনীর ৩১৯-৩২০-৩২১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।  

বই দুতির ব্যাপারে জানতে চাইলে রোমানা রুমু বলেন, এ দুই বইয়ে প্রেম, দ্রোহ আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণের বার্তা আছে। বই দুটি তরুণ প্রজন্মের পাঠকদের বেশ উচ্ছ্বসিত করবে বলে আমি মনে করি। আমি খুব খুশি এবং আনন্দিত যে, সবাই আমাকে সানন্দচিত্তে গ্রহণ করছেন। আমি লিখবো। আরও অনেক লিখবো, যতদিন বেঁচে থাকবো লিখবো। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০ 
ওএফবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।