ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় সোহেল হাসান গালিবের ‘ফুঁ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বইমেলায় সোহেল হাসান গালিবের ‘ফুঁ’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায়-২০২০-এ প্রকাশ পেয়েছে কবি সোহেল হাসান গালিবের কবিতার বই ‘ফুঁ’। 

‘ফুঁ’ প্রকাশ করেছে বাতিঘরের সহযোগী প্রকাশনা সংস্থা- কবিতাভবন। প্রচ্ছদ করেছেন শিল্পী শাহীনুর রহমান।

দাম ১৩৪ টাকা। বইমেলায় বাতিঘরের ৪৪৩, ৪৪৪, ৪৪৫ নম্বর স্টলে মিলছে এ কবিতার বই।  

এ বই প্রসঙ্গে সোহেল হাসান গালিব বলেন, ‘ফুঁ’ কেবল একটি কবিতার বই নয়, একটি কাব্যতত্ত্ব।

এর আগে সোহেল হাসান গালিবের প্রকাশিত বইগুলো হলো-  কবিতা— চৌষট্টি ডানার উড্ডয়ন [সমুত্থান ২০০৭], দ্বৈপায়ন বেদনার থেকে [শুদ্ধস্বর ২০০৯], রক্তমেমোরেন্ডাম [ভাষাচিত্র ২০১১], অনঙ্গ রূপের দেশে [আড়িয়াল, ২০১৪], তিমিরে তারানা [অগ্রদূত ২০১৭], প্রবন্ধ— বাদ-মাগরিব (ভাষা-রাজনীতির গোপন পাঠ) [অগ্রদূত ২০১৮], সম্পাদিত গ্রন্থ— শূন্যের কবিতা (প্রথম দশকের নির্বাচিত কবিতা) [বাঙলায়ন ২০০৮], কহনকথা (সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার) [শুদ্ধস্বর ২০০৮], সম্পাদনা [সাহিত্যপত্রিকা] : ক্রান্তিক, বনপাংশুল।

১৯৭৮ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইলে জন্ম সোহেল হাসান গালিবের। তিনি বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে নায়েমে কর্মরত।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।