ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বইমেলা

কবিতার বই ‘না মর্মরে না মর্সিয়ায়’ নিয়ে নৈরিৎ ইমু

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ফেব্রুয়ারি ২৫, ২০২০
কবিতার বই ‘না মর্মরে না মর্সিয়ায়’ নিয়ে নৈরিৎ ইমু

ঢাকা: একুশে বইমেলায় বেরিয়েছে কবি নৈরিৎ ইমুর দ্বিতীয় কবিতার বই ‘না মর্মরে না মর্সিয়ায়’।

বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর মাহমুদ।

মূল্য ১২০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে চন্দবিন্দুর ৬০৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে‘না মর্মরে না মর্সিয়ায়’।

কবিতার এ বইটিতে মূলত কী ধরনের কাজ করা হয়েছে জানতে চাইলে নৈরিৎ ইমু বলেন,  না মর্মরে না মর্সিয়ায় বইটি মহিমান্বিত জীবনের বাস্তব অভিজ্ঞতা ও ইন্দ্রিয়গ্রাহ্য তাগিদের অনুভব। বিশুদ্ধ চৈতন্যের সাধনাই হচ্ছে এসব কবিতা। সাধারণ যাপনের নানা ঘটনাপ্রবাহের পেছনে প্রকৃতিলব্ধ সৌন্দর্যকে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আমরা সুষম সমুন্নতিতে শিল্পের পরমার্থ ও নানা সন্ধানকার্য চালিয়ে যেতে পারি। দীর্ঘপরিক্রমায় এ তো আসলে নিজেকেই সন্ধান।

এ বই প্রকাশের অনুভূতি প্রসঙ্গে কবি বলেন, এ সমস্ত চিন্তা চেতনা, শিল্পের বিবেচনা বা দর্শন একত্রে পুস্তকরূপে সংরক্ষিত হয়েছে, এই ব্যাপারটাই আমার কাছে স্বস্তিদায়ক।

এর আগে বোধি প্রকাশনালয় থেকে বের হয় নৈরিৎ ইমুর কবিতার বই- সন্ধ্যাতারার গাছ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।