ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

সপ্তাহ পেরুতেই জমতে শুরু করেছে বইমেলা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
সপ্তাহ পেরুতেই জমতে শুরু করেছে বইমেলা মেলায় বাড়ছে জনসমাগম। ছবি: ডিএইচ বাদল

বইমেলা থেকে: দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গেছে বইমেলা। তাই সপ্তাহ পেরুতেই বইমেলা এখন আরও নতুন, আরো জমজমাট।



বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বইমেলা ঘুরে দেখা যায়, আগের তুলনায় এখন মেলার প্রথম প্রহর থেকেই বাড়ছে জনসমাগম। প্রতিদিনই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে বইপ্রেমীদের আনাগোনা। এ বিষয়ে আবিদা বিনতে সাবাহ নামের এক দর্শনার্থী বলেন, এক সপ্তাহ পেরিয়েছে মেলা। অনেকের কাছেই মেলার কথা শুনছিলাম। তবে, করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার ভয়ে আসা হয়নি। এখন যখন এক সপ্তাহ পেরিয়ে গেলো, তখন একটু স্বস্তিবোধ হচ্ছে। তাই আজ বন্ধুদের সঙ্গে নিয়ে চলে এলাম। শেষ পর্যন্ত থেকে অনেক বই কেনার ইচ্ছে আছে। এদিকে বই বিক্রির বাইরে এসে বইমেলা এবার সত্যিকার অর্থেই মেলা হয়ে উঠেছে। বই কেনাবেচার বাইরেও মেলায় আসা দর্শনার্থীদের জন্য ভিন্ন কিছু আয়োজন রেখেছে মেলা কর্তৃপক্ষ। মেলা চত্বরজুড়েই সুন্দর বসবার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে খাবারের স্টল। এছাড়া ইট বিছানো প্রশস্ত পথে সকলেই হাটতে পারছে বেশ নির্বিঘ্নে। আর বই কেনার পাশাপাশি বসে জিরিয়েও নিতে পারছেন দর্শনার্থীরা। আর গতবারের তুলনায় জায়গা প্রায় দ্বিগুণ হওয়ায় এবার বেশ খোলামেলা পরিবেশ পাচ্ছেন সবাই। মেলায় এখন ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বই কিনেছেন পাঠকরা। অনেককে দেখা গেছে ক্যাটালগ সংগ্রহ করতে। অনেকেই আবার স্টলে খোঁজ নিচ্ছেন। কবে আসবে প্রিয় লেখক, যেন তার অটোগ্রাফসহ নেওয়া যায় বইটি। মেলায় বিভিন্ন প্রকাশনী থেকে ইতোমধ্যেই বেশিরভাগ নতুন বই চলে এসেছে। ফলে কেনাবেচা পুরোদমেই শুরু হয়ে গেছে বইমেলার প্রথম সপ্তাহ পেরুতেই।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এইচএমএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।