ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ‘মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি’ শীর্ষক র‌্যালি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
বইমেলায় ‘মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি’ শীর্ষক র‌্যালি ছবি: ডিএইচ বাদল

বইমেলা থেকে: বাংলা একাডেমি কর্তৃপক্ষ, প্রকাশক ও নিরাপত্তবাহিনীর সম্মিলনে বইমেলা প্রাঙ্গণে ‘মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি’ শীর্ষক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল থেকেই মেলায় অনেক মানুষের সমাগম ঘটে।

পাঠকরা বিভিন্ন স্টলে স্টলে ঘুরে বেরিয়েছেন। নিরেট আড্ডাতেও মেতে ছিলেন অনেকে। তাদের সবাইকে সচেতন করতেই এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেন, কাউকেই মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু মেলায় প্রবেশের পর কিছু মানুষ মাস্ক খুলে ফেলেন। সার্বক্ষণিক মাস্ক পরিধানের সচেতনতা বাড়াতেই এ র‌্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।