ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মানিক মুনতাসিরের ‘মুখোশের আড়ালে মুখোশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
মানিক মুনতাসিরের ‘মুখোশের আড়ালে মুখোশ’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক মানিক মুনতাসিরের তৃতীয় বই ‘মুখোশের আড়ালে মুখোশ। ’

বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী, যা মেলায় ৬২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলেও থাকবে বইটি।

মানিক মুনতাসির জানান, তার বইয়ে ৭০টি প্রবন্ধ রয়েছে। এসব প্রবন্ধের অনেকগুলো বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ। মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ।

১৯৮০ সালের ১২ মার্চ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন মানিক মুনতাসির। তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। পড়েছেন সরকারি তিতুমীর কলেজে। বর্তমানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কর্মরত আছেন।

২০১৬ সালে মানিক মুনতাসিরের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।