ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় এসে জরিমানা গুনলেন ছয়জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
বইমেলায় এসে জরিমানা গুনলেন ছয়জন ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যবিধি না মানায় বইমেলায় অভিযান চালিয়ে ছয়জনকে তিন হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার এ জরিমানা করেন।

 

এদিন ছুটির দিন হওয়ায় সব বয়সী মানুষরা বই কিনতে এসেছেন। প্রবেশ পথে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানা হলেও ভেতরে প্রবেশ করে অনেকে মাস্ক খুলে ফেলেছিলেন। বিষয়টি নজরে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মী ছাড়াও দর্শনার্থীদের জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার জানান, যেসব প্রকাশনী স্বাস্থ্যবিধি মানছেন তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে। যারা মানছেন না তাদের অপরাধ বুঝে দণ্ড দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।