ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

সাকী আহমদের প্রথম বই ‘দিন গেল তোমার পথ চাহিয়া’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
সাকী আহমদের প্রথম বই ‘দিন গেল তোমার পথ চাহিয়া’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকবি সাকী আহমদের প্রথম বই ‘দিন গেল তোমার পথ চাহিয়া। ’

বইটি বেরিয়েছে আজব প্রকাশ থেকে, যা মেলায় পাওয়া যাচ্ছে ১২৩ নম্বর স্টলে।

বইটির প্রচ্ছদ করেছেন গীতিকবি ও প্রচ্ছদশিল্পী নিয়াজ আহমেদ অংশু।

প্রায় দুই দশক ধরে গীতিকবিতা লিখছেন সাকী। তার লেখা গীতিকবিতা শ্রোতাপ্রিয়তা পেয়েছে হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, সাব্বির আহমেদ জুয়েলের সুরে।

জেমসের গাওয়া ‘তুমি যাকে অশ্রু বল’, হাবিবের ‘দিন গেল তোমার পথ চাহিয়া’, ‘রাত নির্ঘুম’ কিংবা খালিদের ‘মেঘলা ভালোবাসা’—সাকীর লেখা এসব গান শুনেছেন অনেকে। এবার সেসব শ্রোতাপ্রিয় গীতিকবিতাই একমলাটে নিয়ে এসেছেন তিনি।

১৯৮৩ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন সাকী। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফলিত রসায়নে। গীতিকবি হিসেবে পরিচিত হলেও তিনি পেশায় বিজ্ঞাপনকর্মী। বর্তমানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ক্যারটকম লিমিটেডে।

সাকীর বাবা ড. সফিউদ্দিন আহমদ একজন গবেষক-সাহিত্যিক। মা শিরিয়া আহমদ।

বাবাকে দেখে স্কুল জীবন থেকে লেখালেখিতে অনুপ্রাণিত হন সাকী। তার লেখা প্রথম ছড়া প্রকাশিত হয় ১৯৯০ সালে, সে সময় তিনি দ্বিতীয় শ্রেণিতে পড়তেন। পরবর্তীকালে বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল ও চিত্রনাট্য লেখার পাশাপাশি দুই শতাধিক গীতিকবিতা লিখেছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।