ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বাজেট

২০১৬ থেকে শিশুদের জন্য আলাদা বাজেট

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ৫, ২০১৪
২০১৬ থেকে শিশুদের জন্য আলাদা বাজেট

ঢাকা: শিশুদের জন্য আলাদা বাজেট দেওয়া হবে ২০১৬ সাল থেকে। বৃহস্পতিবার বিকেলে বাজেট বক্তৃতায় এমনটি জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।



অর্থমন্ত্রী বলেন, স্বাতন্ত্র্য শিশু বাজেট প্রণয়নের জন্য বিভিন্ন মহলের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। এতে কেউ কেউ বেশ কার্যকরী পরামর্শ দিয়েছেন। এজন্য ২০১৬ অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে স্বতন্ত্র শিশু বাজেট প্রস্তাব দেওয়া হবে।

এর আগে অর্থমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গত নির্বাচনের প্রাক্কালে কতিপয় ধর্মান্ধ গোষ্ঠী, বিরোধী রাজনৈতিক শিবির কোমলমতি শিশুদের রাজনৈতিক হানাহানি, নাশকতা ও সিংহাসনের ঢাল হিসেবে ব্যবহৃত করেছে।

অর্থমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সহিংস কাজে শিশুদের ব্যবহার করার ঘোর বিরোধী আমরা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।