ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাজেট

সড়ক ও সেতুতে বরাদ্দ ১৫,৬০১ কোটি

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ৫, ২০১৪
সড়ক ও সেতুতে বরাদ্দ ১৫,৬০১ কোটি

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে যোগাযোগ খাতের সড়ক ও সেতু বিভাগে ১৫ হাজার ৬০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সেতু বিভাগে ৮ হাজার ৭৩৭ কোটি টাকা আর সড়ক বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ হাজার ৮৬৪ কোটি টাকা।



গত অর্থবছরের বাজেটে সেতু বিভাগে বরাদ্দ ছিল সাত হাজার কোটি টাকা আর সড়ক বিভাগের জন্য পাঁচ হাজার ৫৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেটে যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, যোগাযোগ খাত উন্নয়ন ও নিরাপদ পরিবহনের নিশ্চিতের লক্ষ্যে আমরা প্রণয়ণ করেছি ‘জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা ২০১৩’, ২০ বছর মেয়াদি ‘রোড মাস্টার প্লান’ এবং ‘ন্যাশনাল রোড সেফটি স্ট্রাটেজিক অ্যাকশন প্লান ২০১১-২০১৩’।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।