ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

ক্ষুদ্র ব্যবসায়ীদের কর বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ক্ষুদ্র ব্যবসায়ীদের কর বাড়ছে

ঢাকা: ক্ষুদ্র ব্যবসায়ীরা লেনদেনের ওপর কর না দিলে বাৎসরিক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতার সময় তিনি এ প্রস্তাব দেন।


 
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী দোকানদার তাদের বিক্রির উপর ৩ শতাংশ হারে কর প্রদান না করলে বাৎসরিক কর বাড়ানো হবে। এক্ষেত্রে এলাকাভিত্তিক বার্ষিক ৩ হাজারের পরিবর্তে ৩ হাজার ৬শ টাকা, ৬ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার ২শ টাকা, ৮ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকার ও ১১ হাজার টাকার পরিবর্তে ১৪ হাজার টাকার ধার্য করার করা হবে।
 
অন্যদিকে পাইকারি ও খুচরা ব্যবসার অন্য সব পর্যায়ে নিট চার শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আদায়ের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। তবে, যারা প্রকৃত মূসকের ভিত্তিতে কর দিতে আগ্রহী নন, তারা প্রমিত হারে মূসক দিতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ৪, ২০১৫
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।