ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাজেট

কর বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ৪, ২০১৫
কর বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান অর্থমন্ত্রী।


 
বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলে সংকুচিত মূল্যভিত্তিতে ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রযোজ্য রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আমি ইংরেজি ম্যাধ্যমের স্কুলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজকে মূসকের আওতায় আনার প্রস্তাব করছি।
 
তবে করভার সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সংকুচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।