ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাজেট

বাজেট ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
বাজেট ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি রয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।
 
বৃহস্পতিবার (৪ জুন) দশম জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।


 
এই ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা, অভ্যন্তরীণ খাত থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
 
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ঋণ ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসার কথা রয়েছে ১৮ হাজার কোটি টাকা।
 
বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ৬৮ হাজার কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।