ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বাজেট

রেলে বরাদ্দ বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জুন ৪, ২০১৫
রেলে বরাদ্দ বেড়েছে

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭ হাজার ১১৭ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটে যা ছিল ৫ হাজার ৩২৮ কোটি টাকা।

বিগত বাজেটের তুলনায় প্রস্তাবিত বাজেটে যা ২ হাজার ৩৮৯ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৪ ‍জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১শ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেন।

বাজেট বক্তৃতায় রেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা রেলপথের পুনর্জাগরণের কৌশল গ্রহণ করেছি এবং রেলখাতে যে বিনিয়োগ আছে তার যথাযথ ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ২০ বছর মেয়াদি একটি রেলওয়ে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছি এবং সেখানে ২৩৫টি প্রকল্প বাস্তবায়নে ২৩৫ কোটি টাকা ব্যয় করা হবে।

২০১৫-১৬ অর্থবছরে রেলের জন্য প্রস্তাবিত বাজেটে ৭ হাজার ১১৭ কোটি টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার উত্থাপিত এই বাজেট নিয়ে আলোচনার পর আগামী ৩০ জুন তা পাস হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৪
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।