ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

পর্যটনে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
পর্যটনে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পরিকল্পনা

ঢাকা: বাংলাদেশে ২০১৮ সালের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১০ লাখে উন্নীতকরণ ও এখাত থেকে ২শ’ মিলিয়ন মার্কিন ডলার আয়ের পরিকল্পনা করছে সরকার।
 
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।


 
এছাড়া পর্যটন খাতকে ‘চাঙ্গা’ করতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যদিও দেশি পর্যটকই এ পর্যটন বর্ষ উদযাপনে প্রধান ভূমিকা পালন করবেন।
 
তিনি বলেন, পর্যায়ক্রমে ২০১৮ সালের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা আনুমানিক ১০ লাখে উন্নীতকরণ ও এখাত থেকে আয়ের পরিমাণ প্রায় ২শ’ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে, দেশের পর্যটন কেন্দ্রগুলোর সুবিধাদি সম্প্রসারণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
টিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।