ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

আসছে ‘সমৃদ্ধি সোপান’ নামে নতুন ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
আসছে ‘সমৃদ্ধি সোপান’ নামে নতুন ব্যাংক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: সরকারি চাকরিজীবীদের মালিকানায় তফসিলি ব্যাংকের আদলে ‘সমৃদ্ধি সোপান ব্যাংক’ নামে একটি বাণিজ্যিক ব্যাংক করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
 
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।


 
প্রাথমিকভাবে এর পরিশোধিত মূলধন হবে ৪০০ কোটি টাকা। চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের প্রাইমারি শেয়ার প্রদান করে এ টাকা সংগ্রহ করা হবে।
 
মন্ত্রী বলেন, বেতন কমিশনের সুপারিশের আলোকে সরকারি চাকরিজীবীদের কল্যাণে তাদের নিজস্ব মালিকানায় তফসিলি ব্যাংকের আদলে সমৃদ্ধি সোপান ব্যাংক নামে একটি বাণিজ্যিক উন্নয়ন ব্যাংক স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে পারি।
 
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, জুন ৫, ২০১৫
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।