ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বাজেট

ভ্যাটে ৮৪, আয়কর ১২৪ ও শুল্কে ২৩৯ প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ভ্যাটে ৮৪, আয়কর ১২৪ ও শুল্কে ২৩৯ প্রস্তাব

ঢাকা: আগামী অর্থবছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) পরামর্শক কমিটির ৩৭তম সভায় এফবিসিসিআই ৪৪৭টি প্রস্তাব দিয়েছে।
 
প্রস্তাবের মধ্যে রয়েছে, ভ্যাটে (মূসক) ৮৪টি, আয়করে ১২৪টি ও শুল্কে ২৩৯টি।

এফবিসিসআই ও এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করেছে।
 
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এ পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।