ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মোবাইল ফোন সেবার খরচ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২, ২০১৬
মোবাইল ফোন সেবার খরচ বাড়ছে

ঢাকা: মোবাইলের সিম বা রিম কার্ডের সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
২০১৬-২০১৭ অর্থবছরে সিম বা রিম কার্ডের সেবার ওপর সম্পূরক শুল্ক পূর্বের ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।


 
বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন।
 
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপক হারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
 
অর্থমন্ত্রীর প্রস্তাবের ফলে বর্তমান মোবাইল ফোনের সিমের সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ১ শতাংশ সারচার্জের সঙ্গে ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হবে।
 
তবে মোবাইল ফোনের সিমকার্ডের কর আগের মতোই ১০০ টাকা রাখা হয়েছে।
 
এদিকে, মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ক্ষেত্রে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ ছাড়াও সিমকার্ড সরবরাহের ক্ষেত্রে ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
 
সেলুলার টেলিফোনের ক্ষেত্রে সিম বা রিম কার্ড বা অনুরূপ অন্য কোনো মাইক্রোচিপস সম্বলিত কার্ড সরবরাহ অথবা একই উদ্দেশ্যপূরণকল্পে উল্লিখিত কার্ড ব্যতিত প্রতিবার সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস) বা অনুরূপ অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলে তা প্রযোজ্য হবে।

তবে স্থানীয়ভাবে উৎপাদিত সিমকার্ডের ক্ষেত্রে পূর্বের ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএইচ/আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।