ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

নতুন অর্থবছরে পদ্মাসেতুর বরাদ্দ ৬ হাজার ২৬ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
নতুন অর্থবছরে পদ্মাসেতুর বরাদ্দ ৬ হাজার ২৬ কোটি বাংলানিউজ

ঢাকা: দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতুর জন্য আগামী অর্থবছর ২০১৬-১৭’তে ৬ হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রকল্পটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮,৭৯৩ দশমিক ৩৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বলা হয়, পদ্মাসেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজের সিংহভাগ এবং এর মূল সেতু ও নদীশাসন কাজের এক-পঞ্চমাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এবার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কো‌টি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন হচ্ছে- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

৮৩ বছর বয়সী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি দশম বাজেট পেশ। আর আওয়ামী সরকারের দুই মেয়াদে টানা অষ্টম বাজেট।

অধিবেশনের আগে বৃহস্প‌তিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়। দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর আড়াইটার পর। মূলত প্রত্যেক বাজেট পেশ করার আগে বিশেষ এ বৈঠক ‌হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।