ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

সাগরে জেগে ওঠা চরে বনায়ন করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
সাগরে জেগে ওঠা চরে বনায়ন করবে সরকার

ঢাকা: সাগরে জেগে ওঠা চরে বনায়ন করবে সরকার। এ লক্ষ্যে পাঁচ বছরে ৫শ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।


 
বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানান।
 
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উৎপাদন ও সংরক্ষণমুখী বন ব্যবস্থাপনা কৌশল আমরা গ্রহণ করেছি। এক্ষেত্রে উপকূলে জেগে ওঠা চর বনায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫শ কিমি এলাকাজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।
এছাড়া একই সঙ্গে দেশের স্থলভাগের ৫ শতাংশ এবং উপকূলীয় ও সামুদ্রিক এলাকার ৭ শতাংশ সংরক্ষিত এলাকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে আইছি গোল অর্জনের পরিকল্পনা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ইইউডি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।