ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

৫ লাখ কর্মসংস্থান হবে মালয়েশিয়ায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ২, ২০১৬
৫ লাখ কর্মসংস্থান হবে মালয়েশিয়ায়

ঢাকা: জি টু জি প্লাস পদ্ধতিতে আগামী পাঁচ বছরে ৫ লাখ কর্মীর কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেন তিনি।

মুহিত আরও বলেন, শ্রমবাজার সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের
কল্যাণ নিশ্চিত করতে আইনি কাঠামো যুগোপযোগীকরণের পাশাপাশি নানা
কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে প্রবাসী আয় বাড়বে। এ বছর সরকারি ব্যয়ে স্বল্পভাবে বিদেশে কর্মী পাঠানো হয়েছে। এই ব্যবস্থা সব সময় অব্যাহত থাকবে।

বাজেটে বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছে এরকম দেশে প্রবাসী
উইং চালু করা হবে। এ সব পদক্ষেপের ফলে প্রবাসী আয়ে আশাব্যঞ্জক উন্নতি হবে। তবে বিদেশে মহিলা শ্রমিক প্রেরণের কার্যক্রমটি পুনর্বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।