বৃহস্পতিবার ( ১ জুন) দুপুরে বাজেট উপস্থাপনে তিনি একথা বলেন।
বাজেট উপস্থাপনে মন্ত্রী বলেন, ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটের মধ্যে ৬২ শতাংশ আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর থেকে।
এছাড়া রাজস্ব বোর্ডের ওই করের মধ্যে আছে মূল্য সংযোজন কর ৩৬ দশমিক ৮ শতাংশ, আমদানি শুল্ক ১২ দশমিক ১ শতাংশ, আয়কর ৩৪ দশমিক ৩ শতাংশ , সম্পূরক শুল্ক ১৫ দশমিক ৫ শতাংশ এবং অন্য ১ দশমিক ৩ শতাংশ।
শুধু তাই নয়, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২ দশমিক ১ শতাংশ। এসবের মধ্যে আছে মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব ও স্ট্যাম্প বিক্রয় (নন-জুডিশিয়াল)। অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১৫ দশমিক ১ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে আসবে ১১ দশমিক ৬ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি ৭ দশমিক ৮ শতাংশ এবং বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১,২০১৭
এসজে/বিএস