বৃহস্পতিবার ( ০১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, মূল্য সংযোজন কর বর্তমানে এক ও অভিন্ন হারে প্রয়োগ করা হবে।
এছাড়া ভ্যাট অব্যাহতির সীমা ৩০ লাখ টাকার পরিবর্তে ৩৬ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে টার্নওভার করের সীমা ৮০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে দেড় কোটি টাকা করা হচ্ছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত ব্যবস্থার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকাংশে কিছুটা কমবে। কোনও অবস্থাতেই কোনও পণ্য মূল্য বৃদ্ধি পাবে না।
প্রসঙ্গত, আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
উল্লেখ্য, ১৫ শতাংশ ভ্যাট নিয়ে ব্যবসায়ী ও এনবিআর’র মধ্যে দফায় দফায় বৈঠক হলেও অবশেষে অর্থমন্ত্রী নিজেই বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দিলেন। এমনকি তিনি নিজেও এর আগে কয়েকবার বলেছিলেন, ভ্যাট ১৫ শতাংশ নয় একটু কমানো হবে। কিন্তু অবশেষে সেই ১৫ শতাংশ ভ্যাটই ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/এসআরএস/এমজেএফ